Omar Faruk Villa, Cumilla

ছবি গুলো বড় করে দেখার জন্য ছবির উপরে ক্লিক করুন।

Location: Barura, Comilla
Year: 2021   Status: Running

Client Name: Computer Engr. Md. Omar Faruk 



Project Description:

স্বপ্ন যখন একটি সুন্দর এবং নিরাপদ বাড়ির। তখন আপনার স্বপ্নের বাড়ির নান্দনিক ডিজাইন এবং নির্মাণের জন্য আমাদের সৃজনশীল ও দক্ষ ডিজাইন টিম সর্বদা প্রস্তুত। আপনার ভবন সংক্রান্ত যেকোন ধরনের প্রশ্ন আমাদের জানাতে পারেন।

আমাদের সেবা সমূহ হচ্ছেঃ ★ আর্কিটেকচারাল ডিজাইন ★ ইন্টেরিয়র ডিজাইন & ডেভেলপমেন্ট ★ কনস্ট্রাকশন মেনেজম্যান্ট ★ ল্যান্ডস্কেপ ডিজাইন ★ স্ট্রাকচারাল ডিজাইন ★ ইলেক্ট্রিক্যাল & প্লাম্বিং ডিজাইন ★ ম্যাটেরিয়ালস এস্টিমেট ★ প্রজেক্ট সুপারভিশন।

প্রজেক্টঃ Dream House   ঠিকানাঃ ছোট ভাউকসার, বরুড়া, কুমিল্লা।

আয়তনঃ নিচতলায় ৫১০ বর্গফুট, প্রথম তলায় ৫৪০ বর্গফুট। খরচঃ আনুমানিক ২৭ থেকে ৩০ লাখ টাকা।

অসাধারন এই ডুপ্লেক্স বাড়িটি নির্মিত হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া থানার ছোট ভাউকসার গ্রামে। বাড়ির মালিক কম্পিউটার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক সাহেব। বাড়ির মালিক অত্যন্ত রুচিশীল মানুষ। বাড়িটির ডিজাইনের মাধ্যমে বাড়ির মালিকের রুচিশীলতা ও আভিজাত্য প্রকাশ পেয়েছে। বাড়ির মালিকের স্বপ্ন ছিলো একটি ডুপ্লেক্স বাড়ি করার। কিন্তু উনার যায়গার পরিমাণ খুভই কম ছিলো মাত্র (১.৫ শতাংশ)। যা নিয়ে উনি চিন্তিত ছিলেন। পরিশেষে উনি আমাদের উনার স্বপ্ন আর সমস্যার কথা জানিয়ে যোগাযোগ করেন। আমাদের স্থপতি এবং ইঞ্জিনিয়ারিং টিম বাড়ির মালিকের চাহিদা অনুসারে ডিজাইনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে সুন্দর একটি বাড়ির ডিজাইন উপহার দেন। বর্তমানে বাড়িটির কাজ চলমান রয়েছে। ভবন সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলোঃ 

নিচতলা ৫১০ বর্গফুটঃ ——————————

১) একটি লিভিং স্পেস ২) একটি ডাইনিং স্পেস ৩) একটি কিচেন রুম ৪) একটি গেস্ট বেডরুম ৫) একটি কমন টয়লেট। ৬) একটি ডুপ্লেক্স সিঁড়ি।

দ্বিতীয় তলা ৫৪০ বর্গফুটঃ ———————————-

১) ২ টি বেডরুম ২) একটি বারান্দা ৩) একটি কমন বাথরুম ৪) একটি এটাচ বাথরুম ৫) একটি ওপেন ট্যারেস।

ডিজাইন টিমঃ——————–

আর্কিটেক্টঃ এ. এম. মাছুম মাহবুবুর রহমান। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ মোহাম্মদ রাব্বি তালুকদার। থ্রিডি ডিজাইনারঃ মাহবুব ফয়সাল। এস্টিমেটিরঃ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান। ক্যাড ডিটেইলসঃ ইঞ্জিনিয়ার শরিফ হোসাইন।

সম্পূর্ণ প্রজেক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে কল অথবা মেসেজ করুন। 

Project Credit: Taqwa Architect & Engineering

1 thought on “Duplex House Design in Bangladesh”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top